চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

১৬ আগস্ট, ২০২৫ | ১:২২ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চথোয়াইওয়ান মার্মা (২০) নামে যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার চথোয়াইওয়ান মার্মা নাইক্ষ্যংছড়ি থানার জুম খোলা এলাকার পিং আচং মার্মার ছেলে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটে সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ক্যায়াংপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ সকালে ওই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় প্রতিনিয়তই মিয়ানমার থেকে ইয়াবা পাচারের চেষ্টা চলে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এসব মাদক নিয়ন্ত্রণে কাজ করছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট