চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

উখিয়ায় বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির ইয়াবা উদ্ধার অভিযানে

উখিয়ায় বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

উখিয়া সংবাদদাতা

১৫ আগস্ট, ২০২৫ | ১০:৩৩ অপরাহ্ণ

উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এছাড়া সিএনজিচালিত এক অটোরিকশা চালককে আটক করা হয়েছে।

 

আটককৃত ব্যক্তি মো. আরিফ (৩৬), নোয়াখালীর হাতিয়া উপজেলার শাখিড়া বাজার শলিরচড় এলাকার বাসিন্দা মো. মতিনের ছেলে।

 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোর্টবাজার এলাকায় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকসাকে ধাওয়া করে বিজিবি। পরে তল্লাশিতে দেখা যায়, গ্যাস সিলিন্ডারের ভেতরে ৩০ হাজার ইয়াবা লুকানো ছিল।

 

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আটককৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট