চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রাঙামাটিতে বাল্যবিবাহ বন্ধ, মুচলেকা নিয়ে জরিমানা আদায়
বাল্যবিবাহ দিবে না বলে মুচলেকা দিচ্ছেন মেয়ের মা রুবি বেগম

রাঙামাটিতে বাল্যবিবাহ বন্ধ, মুচলেকা নিয়ে জরিমানা আদায়

কাপ্তাই সংবাদদাতা

১৫ আগস্ট, ২০২৫ | ৭:৫৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই ৪ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুরগির টিলা এলাকায় পিতার অভিযোগের ভিত্তিতে এক অপ্রাপ্ত বয়সী মেয়ের বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে মেয়ের মায়ের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নেয়া হয়।

 

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৬টায় কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র এই জরিমানা আদায় করেন। অভিযোগে জানা যায়, মৃত ফজলু মিয়ার স্ত্রী রুবি বেগম (৪৪) তার মেয়েকে টাকার লোভে ওমান প্রবাসী মানিক নামক যুবকের সঙ্গে মোবাইলে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি নেন এবং মেয়ের হাতে মেহেদীও পড়ানো হয়।

 

তবে মেয়ের পিতা মো. রানা এই বাল্যবিবাহের বিরুদ্ধে এগিয়ে আসেন এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার, থানাসহ বিভিন্ন দপ্তরে গিয়ে বিবাহ বন্ধের জন্য অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নির্বাহী অফিসার নেলী রুদ্র ও মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করেন।

 

ঘটনা নিশ্চিত হওয়ার পর মেয়ের মা স্বীকার করে বলেন, আমরা বিবাহের প্রস্তুতি নিয়েছিলাম, তবে এখন আর বিবাহ দেব না।

 

এরপর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তারা মেয়ের মা, ভাই ও বোনের কাছ থেকে মুচলেকা নিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। প্রশাসন স্পষ্ট করে জানায়, মেয়ের বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দেওয়া যাবে না।

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট