চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

খোঁজ মিলেছে পরিবারের, বিমল ফিরবেন বাসায়
মৃত্যুপথযাত্রী বৃদ্ধকে উদ্ধার করে সেবা-শুশ্রূষা দিয়েছেন একদল তরুণ

খোঁজ মিলেছে পরিবারের, বিমল ফিরবেন বাসায়

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৫ | ১২:১০ অপরাহ্ণ

মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা বিমল দাশের পরিবারের সন্ধান মিলেছে। ষাটোর্ধ্ব ওই প্রবীণের বাড়ি আনোয়ারার চাতরী ইউনিয়নের কৈনপুরায়। তবে চিরকুমার এই বৃদ্ধ থাকতেন ভাতিজাদের আশ্রয়ে, নগরীর রাহাত্তারপুল এলাকার বাসায়। সেখান থেকে কিছুদিন আগে তিনি নিরুদ্দেশ হয়ে যান বলে জানিয়েছেন স্বজনেরা।

 

বেশ কিছুদিন ধরে নগরীর দুই নম্বর গেটের আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে জীর্ণশীর্ণ অবস্থায় বিমল দাশ পড়ে ছিলেন। পেটে অনেকদিন দানাপানি না পড়া এই প্রবীণ যেন মৃত্যুর প্রহর গুনছিলেন। সেই দৃশ্য এক তরুণের চোখে ধরা পড়লে তিনি ছবি তুলে ফেসবুকে দেন। এরপর স্মাইল বাংলাদেশ নামের একটি মানবিক সংগঠনের তরুণেরা ওই বৃদ্ধকে উদ্ধারের পর পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিয়ে যান মানবিক শওকতখ্যাত শওকতের ‘বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে’। এখন সেখানেই আছেন তিনি।

 

বিমল দাশের বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার দৈনিক পূর্বকোণের শেষ পৃষ্ঠায় ‘ফেসবুক পোস্টে মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন বৃদ্ধ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন বিমল দাশের পরিবারের সদস্যদের নজরে আসে। এরপর তারা ওই বৃদ্ধকে উদ্ধার করা তরুণদের সঙ্গে যোগাযোগ করেন।

 

জানতে চাইলে বিমল দাশের ভাতিজা ব্যবসায়ী অসীম দাশ দৈনিক পূর্বকোণকে বলেন, বিমল দাশ আমার বাবার ছোট ভাই। তিনি বিয়ে করেননি। আমরাই তার দেখভাল করছিলাম। তবে আমাদের জন্মের পর থেকেই দেখছি তার মানসিক সমস্যা। আমরা তাকে নানাভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলাম। পাশাপাশি আমাদের শহরের বাসায় তাকে রেখেছিলাম। কিন্তু একটু সুস্থ হলেই তিনি বাসা থেকে সবার অগোচরে বেরিয়ে যেতেন। অসুস্থতা বোধ করলে আবারও ফিরে আসতেন। সর্বশেষ আমরা তাকে ভয়ও দেখাই, আবার বের হলে ঘরে ঢোকাবো না। কিন্তু তিনি আমাদের কোন কথাই শোনেন না।

 

কিছুদিন আগে বাসা থেকে ফের বেরিয়ে যান উল্লেখ করে অসীম বলেন, একদিন সকালে কাউকে কিছু না বলে দরজা খোলা রেখে তিনি বেরিয়ে যান। এরপর আমরা তাকে নানা জায়গায় খুঁজি। কিন্তু তিনি মুঠোফোন ব্যবহার না করায় যোগাযোগ করাও সম্ভব হচ্ছিল না। পরে পত্রিকায় নিউজ হলে আমাদের অনেকেই ফোন দিয়ে তার বিষয়ে জানান। আমি শুক্রবার (আজ) ওই বৃদ্ধাশ্রমে গিয়ে তাকে বাসায় নিয়ে আসবো।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট