চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

লোহাগাড়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ফাইল ছবি

লোহাগাড়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

লোহাগাড়া সংবাদদাতা

১৫ আগস্ট, ২০২৫ | ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জাঙ্গালিয়া এলাকায় ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি কক্সবাজার অভিমুখি মিনি পিকআপ ও চট্টগ্রাম অভিমুখি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ মোটর সাইকেল ঘটনাস্থলে মারা গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টায় এ দূর্ঘটনা ঘটে।

 

নিহতেরা হলেন কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলার জাকির পাড়ার আবদুস শুক্কুরের ছেলে রাকিবুল ইসলাম হানিফ (২০) ও একই জেলার কানিয়াছড়া এলাকার শামসুল আলমের ছেলে তিনি মো. জিহাদ (২১)।

 

নিহতের বন্ধু ইউসুফ জানান, তারা ৬ বন্ধু ৩ টি মোটর সাইকেলযোগে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে একটি মোটর সাইকেল ও মালামাল ভর্তি মিনি পিকআপ মুখোমুখি সংঘর্ষে তাদের ২ বন্ধু সড়কের উপর ছিঁটকে পড়ে ঘটনস্থলে মারা যান। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে সিএনজিযোগে বটতলী মোটর স্টেশন সংলগ্ন সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো. শহিদুল ইসলাম দু’জনকে মৃত ঘোষণা করেন।

 

এতে মিনি পিকআপটি পালিয়ে যাওয়ার সময় আজিজ নগর পুলিশ ক্যাম্প ইনচার্জ আহমদ মোরশেদ পিকআপ চালক আমির উদ্দীন (২৪) ও হেলপার জয়নাল আবেদীন জোবাইরকে (২০) আটক করেন। তবে তাদের ঠিকানা জানা যায়নি।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট