চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

বিষণ্ণ সন্ধ্যায়

ফয়সাল পাশা

১০ আগস্ট, ২০২৫ | ১:৪৬ অপরাহ্ণ

বিকেলের স্নান রোদ দেয়ালের কার্ণিশ ছুঁয়ে
আমার জানালায় এসে থমকে দাঁড়ায়।

 

বলে যায় এভাবেই একদিন
পৃথিবীর সব আলো নিভে যাবে
আমাদের চোখের তারায়।

 

সূর্যের জন্য খুব মায়া হয়
চুপিসারে সন্ধ্যা নামে
আমার আঙ্গিনায়।

 

স্মৃতিগুলো ভীড় করে
টুপ করে ডুব দেয়
ধূমায়িত চায়ের পেয়ালায়।

 

নিজেকে প্রশ্ন করি- ‘ভাল আছো’?

 

ভাল থাকা আর না থাকা
সেই যখন যেতে হবে
নিরুদ্দেশ যাত্রায়।

 

জানালার গ্রিল ধরে
চিরচেনা শহর দেখি
বড় অচেনা মনে হয়।

 

অপেক্ষায় আছি
ইশ্বরের আঙ্গুলী হেলনে
এই বিষন্ন সন্ধ্যায়।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট