
টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ১৮৭৪ ইয়াবা ট্যাবলেটসহ বাসের চালক ও হেলপারকে আটক করেছে ৬৪ বিজিবি।
বুধবার (৬ আগস্ট) বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি মিনি বাসে তল্লাশি চালায় হোয়াইক্যং চেকপোস্টের বিজিবি সদস্যরা। এ সময় যাত্রীদের সুরক্ষার আড়ালে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন— বাসচালক মো. জাফর আলম (৩৪) এবং হেলপার মো. আমির হোসেন (৫০)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে মাদকের চালানসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ