চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

বাঁশখালী সংবাদদাতা

৬ আগস্ট, ২০২৫ | ২:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকাসক্ত ছেলে তপন রুদ্রের (২২) হাতে বাবা দুলাল রুদ্র (৫০) খুন হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল রুদ্রপাড়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে।

 

চাম্বল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব চাম্বল গ্রামের দুলাল রুদ্রের ছেলে মাদকাসক্ত তপন রুদ্র স্থানীয় মিয়ার দোকান এলাকায় একটি সেলুনে চাকরি করতেন। মাদকাসক্ত অবস্থায় চাকরি ছেড়ে দিয়ে বেকার হয়ে পড়েন। সন্ধ্যা নামতেই সে মাদক সেবন করতো। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য তার বাবা দুলাল রুদ্রের কাছ থেকে টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে শরীরের বিভিন্ন স্থানে দা দিয়ে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাত সাড়ে ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুলাল রুদ্রের মৃত্যু হয়।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘পিতাকে হত্যার ঘটনায় তপন রুদ্রকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট