চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জন অভিবাসীর মৃত্যু
ফাইল ছবি

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জন অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

৪ আগস্ট, ২০২৫ | ১:৩৫ অপরাহ্ণ

ইয়েমেনের উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৮ জন শরণার্থী এবং অভিবাসীর মৃত্যু হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

 

রবিবার (৩ আগস্ট) খারাপ আবহাওয়ার কারণে প্রায় ১৫০ অভিবাসী বহনকারী নৌকাটি ডুবে যায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ইয়েমেন প্রধান বলেছেন, ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। নৌকাটি ইয়েমেনের দক্ষিণের আবিয়ান প্রদেশ উপকূলে ডুবে যায়। ৬৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে আইওএম।

 

আইওএম জানায়, শনিবার সন্ধ্যায় আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে আরব সাগরে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক।

 

আইওএম ইয়েমেন প্রধান আব্দুসাত্তোর এসোয়েভ জানান, প্রায় ১৫৭ জন অভিবাসীকে বহনকারী নৌকাটি বিপজ্জনক একটি রুটে যাত্রা করছিল, যেটি সাধারণত মানবপাচারকারীরা ব্যবহার করে থাকে।

 

আফ্রিকার হর্ন অঞ্চল থেকে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে কাজের সন্ধানে যাত্রা করা অভিবাসীদের জন্য ইয়েমেন এখনও একটি প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়। আইওএম-এর হিসাব অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে শত শত মানুষ এই রুটে নৌকাডুবিতে নিহত বা নিখোঁজ হয়েছেন। ভবিষ্যতের উন্নত জীবনের প্রত্যাশায় উত্তর দিকে সৌদি আরবগামী অসংখ্য হতাশাগ্রস্ত অভিবাসীর জন্য ইয়েমেন একটি জনপ্রিয় ট্রানজিট দেশ।

 

এসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, দক্ষিণের খানফার জেলায় ৫৪টি মৃতদেহ উপকূলে পাওয়া যায়, এবং আরও ১৪টি মৃতদেহ আবিয়ান প্রাদেশিক রাজধানী জিনজিবারের একটি হাসপাতালের মর্গে নেওয়া হয়।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন