চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

স্ট্যান্ডিং কমিটির সব চেয়ারম্যানদের নিয়ে বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

৩ আগস্ট, ২০২৫ | ৩:২৯ অপরাহ্ণ

স্ট্যান্ডিং কমিটির সব চেয়ারম্যানকে নিয়ে বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই আগস্ট) সন্ধ্যায় খুলশীর বিজিএমইএ ভবনের কনফারেন্স হলে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বিজিএমইএ’র সহ–সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, রাকিবুল আলম চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর।
সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের উদ্দেশ্যে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, দেশের স্বার্থে ব্যবসায়ীদের স্বার্থে আপনাদের সবাইকে পরিচালকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এনবিআর, বাংলাদেশ ব্যাংক, কাস্টমস, বন্ডে আমাদের অনেক কাজ করতে হবে। পোশাকশিল্প মালিকরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটি আপনাদের খুঁজে বের করতে হবে এবং সেটির সমাধানে কাজ করতে হবে। এ সময় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নবনির্বাচিত স্ট্যান্ডিং কমিটির সকল চেয়ারম্যানদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্ত করা হয়।-বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট