চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে ওলকচুর ক্ষেতে বুনো শূকরের তাণ্ডবে নিঃস্ব দুই কৃষক
বোয়ালখালীতে বুনো শূকরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ওলকচুর ক্ষেতে দুই কৃষক

বোয়ালখালীতে ওলকচুর ক্ষেতে বুনো শূকরের তাণ্ডবে নিঃস্ব দুই কৃষক

পূজন সেন, বোয়ালখালী

২ আগস্ট, ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ

জ্যৈষ্ঠপুরা পাহাড়ে ১৫০টি মাদায় ওল কচুর চাষ করেছিলেন বোয়ালখালী উপজেলার দুই কৃষক মো. সাইফু ও মো. খোকন। এ দুই কৃষক চাষাবাদের মধ্য দিয়ে দেখেছিলেন আর্থিক স্বাবলম্বী হওয়ায় স্বপ্ন। কিন্তু বুনো শুয়োরের দল সেই স্বপ্নকে ভেঙে তছনছ করে দিয়েছে।

 

গত কয়েকদিন ধরে ওল কচুর ক্ষেতে হানা দিয়ে তাণ্ডব চালিয়েছে বুনো শূকর। ফলে মাথায় হাত পড়েছে কৃষক মো. সাইফু ও মো. খোকনের। তারা জানান, উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের পূর্ব জ্যৈষ্ঠপুরা এলাকার পুতামুড়া মাজারের দক্ষিণ পাশে দুম্বাই চরে প্রায় ২০ শতক জমিতে ওল কচুর চাষ করেন। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে ১৫০টি মাদায় (গর্তে) ৫০০ গ্রাম করে বীজ রোপণ করতে হয়েছে। এসব বীজ ৬ থেকে ৭ কেজি ওজনের কচু হয়। এ ক্ষেত থেকে উৎপাদিত ওল কচু বাজারে ৫০ থেকে ৬০ টাকা ধরে বিক্রি করলে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হতো। এখন লোকসান গুনতে হবে।

 

কৃষক মো. সাইফু বলেন, ঋণ নিয়ে বান্দরবান থেকে ওল কচুর বীজ সংগ্রহ করেছিলাম। রোপণের পর গত দুই-আড়াই মাসে ওল কচুর গাছগুলো পরিপুষ্ট হয়ে ভালোভাবে বেড়ে ওঠে। হঠাৎ করে গত দুই রাতে বুনো শুয়োরের দল হানা দেয় ওল কচুর ক্ষেতে। সমস্ত তছনছ করে দিয়েছে। আমরা নিঃস্ব হয়ে গেছি।

 

গতকাল ঘুরে দেখা গেছে, স্থানীয় কৃষক সাইফু ও খোকন জ্যৈষ্ঠপুরা পাহাড়ে ওল কচুর পাশাপাশি ১ একর ৬০ শতক জায়গায় পেঁপে, তিতকরলা, চিচিঙ্গা, বরবটি, বেগুন, মিষ্টি কুমড়ো, লাউসহ নানা প্রজাতির সবজির চাষ করেছেন। কৃষক সাইফু ও খোকন জানান, ওল কচু ক্ষেত শেষ করে দিয়েছে শুয়োরে। সম্প্রতি বন্য হাতি ও বানরের উপদ্রবও বেড়েছে। বানরের দল কাঁচা পেঁপে ছিঁড়ে নষ্ট করে ফেলছে। মাঝে মাঝে বন্য হাতি এসে মাড়িয়ে যাচ্ছে। এ পর্যন্ত দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা উদয়ন বড়ুয়া বলেন, বন্য শূকর মূলত খাবারের সন্ধানে লোকালয়ে আসে। ওল কচু তাদের পছন্দের একটি খাবার। বন্য প্রাণীর হাত থেকে ফসল রক্ষায় শক্ত ঘেরা বেড়া দিতে হবে। এছাড়া পাহারার ব্যবস্থা করতে হবে। বন্য প্রাণীর কারণে ফসলের ক্ষতি হলে কৃষি বিভাগ থেকে সরাসরি সহায়তা দেয়ার নিয়ম নেই। তবে বনবিভাগের নিয়ম অনুযায়ী আবেদন করলে সহায়তা পাবেন।

 

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ভাণ্ডালজুড়ি বিট অফিসার মো. সাইফুল বলেন, প্রাণীর আক্রমণে ফসলের ক্ষতি হলে থানায় জিডি করে ক্ষতিগ্রস্ত কৃষক আবেদন দিলে ক্ষতিপূরণ পাবেন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট