
চট্টগ্রামে নবজাতক ও শিশুদের চিকিৎসাসেবায় নতুন মাত্রা যোগ করেছে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতাল।
আন্তর্জাতিক মানসম্পন্ন নবজাতক ও শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ ও পিআইসিইউ) চালু করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১ আগস্ট) শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ফয়সল আহমদের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী এবং প্রসূতি ও গাইনী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রজত কুমার বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আরমান যাইদ, শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মো. মারুফ উল কাদের, প্রসূতি ও গাইনী রোগ বিশেষজ্ঞ ডা. আফরোজা ফেরদৌস, ডা. নাজ সোহানি সুলতানা ও ডা. জান্নাতুল ফেরদৌস বুবলী।
ল্যাবএইড চট্টগ্রামের জ্যেষ্ঠ পরামর্শক ডা. ফয়সল আহমদ এবং এনআইসিইউ ও পিআইসিইউ বিভাগের ইনচার্জ ও পরামর্শক ডা. এটিএম মাহমুদুর রহমান জে. এ. সিদ্দিকী জানান, নতুন এই বিভাগে রয়েছে আধুনিক ভেন্টিলেটর, ইনকিউবেটর, সিপ্যাপ (CPAP), ৩৬০ ডিগ্রি আলোকচিকিৎসা ব্যবস্থা এবং উন্নত পর্যবেক্ষণ প্রযুক্তি। পাশাপাশি ২৪ ঘণ্টা থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ নার্সের সমন্বয়ে গঠিত চিকিৎসা দল। ফলে এখন নবজাতকের জটিল ও সংকটাপন্ন চিকিৎসা চট্টগ্রামেই সম্ভব হবে।
ল্যাবএইড চট্টগ্রামের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা মো. আলমগীর বলেন, আমাদের এই উদ্যোগে চট্টগ্রামে নবজাতক ও শিশুদের উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য ও সুলভ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসা পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমদ, পরীক্ষাগার পরিচালক অধ্যাপক ডা. এহসানুল হক কাজল এবং বিপণন বিভাগের কর্মকর্তারা।
চিকিৎসাসেবার এই নতুন সংযোজন চট্টগ্রামের শিশুস্বাস্থ্য খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
পূর্বকোণ/এএইচ