চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

লোহাগাড়ায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২ আগস্ট, ২০২৫ | ১১:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সাপের কামড়ে মো. তাওসিফ নামের ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাওসিফ পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সড়াইয়া এলাকার মো. ইব্রাহীমের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল।

 

পুটিবিলা ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাড়ির উঠানে তাকে একটি সাপ কামড় দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

 

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. সাজ্জাদ আমিন জানান, সাপে কাটা ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট