
কর্ণফুলী উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে ইউনিয়ন যুবলীগের মাহমুদুন নবী হেলালকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে উপজেলার চরপাথরঘাটা সৈন্যেরটেক সড়ক থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হেলাল চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত নুরুন্নবীর ছেলে। তিনি চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, নাশকতার মামলায় হেলালকে গ্রেপ্তার করে পরে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/মোর্শেদ/আরআর/পারভেজ