চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কেপিএমের ১৫ কেজি চোরাই তামার তারসহ একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১ আগস্ট, ২০২৫ | ৪:১২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এলাকা থেকে চুরি হওয়া প্রায় ১৫ কেজি তামার তার পাচারের সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে চন্দ্রঘোনা রেশমবাগান এলাকায় চেকপোস্টে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জাকির হোসেন (৪০) কুমিল্লার দাউদকান্দি থানার মজিদপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ বলেন, গতকাল রাতে চুরি হওয়া প্রায় ১৫ কেজি তামার তার পাচারের সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় কেপিএম কর্তৃপক্ষ কাপ্তাই থানায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামিকে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট