
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ হাসান (৪২) নামে এক একব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চুনতি হাফেজিয়া মাদ্রাসা এলাকার রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
হাসান চুনতি ইউনিয়নের পশ্চিম চুনতি হাদুর পাহাড়ের বাসিন্দা সৈয়দ আহমেদের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল জানান, ঘটনাস্থলের পাশে রেললাইনের মাঝখানে সাড়ে ১০টায় হাসানের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। তবে, রাত হওয়ায় কয়টার ট্রেনে কাটা পড়েছে কেউ বিস্তারিত বলতে পারছেন না তিনি।
এ বিষয়ে স্টেশন মাস্টার দিদারের সাথে যোগাযোগ করা হলে কোন সাড়া মেলেনি।
পূর্বকোণ/এএইচ