
চট্টগ্রামের রাউজানে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বিদেশে পালিয়ে যাওয়া মো. এসকান্দর নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) এস ইউ এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ে বলা হয়, আসামি এসকান্দর বর্তমানে বিদেশে পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, রাউজান পৌরসভার শাহনগর গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামানের ছেলে এসকান্দরের সঙ্গে ২০১৩ সালে হাটহাজারীর ছিপাতলী এলাকার মো. ইসহাক মিয়ার মেয়ে মিনু আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর এসকান্দর প্রবাসে চলে যান। পরে দেশে ফিরে এসে স্ত্রীর কাছে যৌতুক দাবি করেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।
২০১৭ সালের ১ জানুয়ারি পারিবারিক কথাকাটাকাটির একপর্যায়ে মিনুকে শ্বাসরোধে হত্যা করেন এসকান্দর। ওই রাতেই মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় এসকান্দরসহ চারজনকে আসামি করা হয়।
২০১৯ সালের ২১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক দোলন বিশ্বাস আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/এএইচ