চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি

বাঁশখালীতে বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বাঁশখালী সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৫ | ১১:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিয়েবাড়িতে জেনারেটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল কাশেম (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শীলকূপ ইউনিয়নের মনকিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম ওই ইউনিয়নের পশ্চিম আশিঘর পাড়ার মৃত ফরিদ আহমেদের ছেলে। তিনি আহমদিয়া ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

শীলকূপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশেদ নূরী জানান, বিয়েবাড়ির একটি ডেকোরেশন অনুষ্ঠানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কাশেম। পরে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাল্ব পরীক্ষা করতে গিয়ে জেনারেটরের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। উপস্থিত লোকজন তাঁকে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/অনুপম/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট