চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২

সীতাকুণ্ড সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৫ | ১০:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ওয়ার্ড ছাত্রদল সভাপতিসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হল- উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট গ্রামের আব্দুল মালেকের ছেলে ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. আব্দুল আহাদ আরিফ (২০) ও একই এলাকার বাসিন্দা মো. আবুল কাশেমের ছেলে মো. জুয়েল (২৩)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আরিফ ও তার বন্ধু জুয়েল ভাটিয়ারী থেকে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। তারা মোটরসাইকেল নিয়ে মহাসড়কের ঢাকা মুখী রোডে উল্টোপথে যাবার সময় পেছন দিক থেকে আসা একটি তেলের বাউচার তাদেরকে চাপা দিলে চাকা নিচে পড়ে থেথলে যায় তাদের শরীর। এদের মধ্যে আরিফ ও জুয়েল ঘটনাস্থলেই নিহত হন। উপজেলা স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় মাদামবিবিরহাট ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দুই জন নিহত হয়েছেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উল্টোপথে মোটর সাইকেল নিয়ে যাবার সময় তেলের বাউচারের ধাক্কায় দুই জন নিহত ও আরো একজন আহত হয়েছে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট