
কক্সবাজারের টেকনাফে একটি মাছ ধরার ট্রলার (ফিশিং বোট) থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় চারজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে র্যাব-১৫ এর একটি দল টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করে।
আটকরা হলেন— সাবরাং নয়াপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ আলম (৪২), ফিরোজ আহমদের ছেলে নুরুল আবসার (২১), আব্দুস সালামের ছেলে মো. শওকত আলম (১৯) ও নুর হোসেনের ছেলে মো. আকিল (১৮)। অভিযানের সময় আবদুল গফুর (৩৫) নামে একজন পালিয়ে যান।
র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাছ ধরার নৌকাটিতে করে ইয়াবার একটি বড় চালান পাচারের প্রস্তুতি চলছিল। পরে অভিযান চালিয়ে কাঠের বোটের ভেতর থেকে ২ লাখ ইয়াবা, আনুমানিক এক লাখ টাকার মাছ ধরার জাল এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
পূর্বকোণ/কাশেম/জেইউ