চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় শ্রমিকবাহী বাস উল্টে আহত অন্তত ২০, অল্পের জন্য রক্ষা পেলেন সবাই
আনোয়ারার কেইপিজেড এলাকায় উল্টে যাওয়া শ্রমিকবাহী বাস।

আনোয়ারার সড়কে হঠাৎ উল্টে গেল শ্রমিকবাহী বাস, আহত ২০

আনোয়ারা সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৫ | ৮:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড (কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন) এলাকায় ছুটি শেষে বাড়ি ফেরার পথে উল্টে গেল শ্রমিকবাহী একটি বাস। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন শ্রমিক।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতিতে চলা বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা শ্রমিকদের অনেকেই ছিটকে পড়ে আহত হন।

স্থানীয় বাসিন্দারাই দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।

শিল্প পুলিশের পরিদর্শক মো. বাহার বলেন, বাসটি কেইপিজেড এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে পটিয়ার দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় ২০ জন শ্রমিক আহত হয়েছেন। কারও অবস্থা গুরুতর নয়।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট