
কক্সবাজারের টেকনাফে চুরির অভিযোগ এনে আব্দুর রহমান (২৯) নামে এক ইজিবাইক চালককে বাজারে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ফারুক নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার আব্দুর রহমান হোয়াইক্যং ইউনিয়নের জোয়ারীখোলা এলাকার নজির আহমেদের ছেলে। আটক ফারুকের বাড়ি শামলাপুর এলাকায়, তিনি মোজাহার মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুর রহমানের বিরুদ্ধে আইপিএস চুরির অভিযোগ তুলে মো. ফারুক ও তার সহযোগী এরফান তাকে বাজারের একটি খুঁটিতে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর করেন। পরে তাকে রাস্তার পাশে ফেলে চলে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে ফারুককে আটক করা হয়েছে। যদিও পরিবার থেকে কোনো মামলা করা হয়নি, উভয় পক্ষ আপোষনামা দিয়েছে। এরপরও পুলিশের পক্ষ থেকে ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/এএইচ