
সড়কে শৃঙ্খলা ফেরানো এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। এরই অংশ হিসেবে চট্টগ্রামের পটিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস ইন্দ্রপোল এলাকায় এই অভিযান পরিচালনা করেন পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।
অভিযানে দেখা যায়, অনেক যানবাহনই চলাচল করছে মেয়াদোত্তীর্ণ রুট পারমিট নিয়ে। কেউ কেউ হেলমেট ছাড়া চালাচ্ছেন মোটরসাইকেল। এমনকি বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াও চালকের আসনে বসেছেন অনেকে। এসব অভিযোগে দুটি পরিবহন ও দুই ব্যক্তির বিরুদ্ধে চারটি মামলা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, আমরা লক্ষ্য করছি, ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তায় চলাচল করছে, আবার হালকা গাড়ির লাইসেন্স নিয়ে অনেকেই ভারী যানবাহন চালাচ্ছেন। এসবই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। দুর্ঘটনায় শুধু যাত্রীরাই নয়, চালক ও সহকারীরাও হতাহত হচ্ছেন।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান আমরা নিয়মিত পরিচালনা করব। অতিরিক্ত ভাড়া, অদক্ষ চালক, যানজট এবং জনদুর্ভোগ—সব কিছুই নিয়ন্ত্রণে আনতে আইনের প্রয়োগ নিশ্চিত করা হবে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, সড়কে নিয়ম ভঙ্গ এখন সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে। মোবাইল কোর্টের নিয়মিত অভিযান হলে দুর্ঘটনা কমবে এবং যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন।
পূর্বকোণ/জেইউ/এএইচ