চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে গ্রেপ্তার

সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে গ্রেপ্তার

সন্দ্বীপ সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৫ | ১:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে এম আজমল হুদা জানান, আলাউদ্দিন বেদনের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে একটি নিয়মিত মামলা হয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তবে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট মামলার বিস্তারিত এবং আনুষ্ঠানিক নথি  প্রকাশ করা হয়নি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার গ্রেপ্তার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট