চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মো. মাসুদের ইন্তেকাল, শোক প্রকাশ
ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মো. মাসুদ

ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মো. মাসুদের ইন্তেকাল, শোক প্রকাশ

ফটিকছড়ি সংবাদদাতা

৩০ জুলাই, ২০২৫ | ১১:২৭ অপরাহ্ণ

ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক ও সমাজসেবক সৈয়দ মো. মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩০ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুম সৈয়দ মাসুদের জানাজা আগামীকাল দুপুর ২টায় ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

সাংবাদিক সৈয়দ মো. মাসুদ কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন ধরে ফটিকছড়ি প্রেসক্লাবের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় সাংবাদিকতায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।

তার মৃত্যুতে ফটিকছড়িতে শোকের ছায়া নেমে এসেছে। ফটিকছড়ি প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক মহল ও বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।

জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা মিডিয়া ও সাংবাদিক বিভাগের শোক

ফটিকছড়ি উপজেলা মিডিয়া ও সাংবাদিক বিভাগের সভাপতি তরুণ ও সাহসী সাংবাদিক নেতা সাংবাদিক সৈয়দ মো. মাসুদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা মিডিয়া ও সাংবাদিক বিভাগের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সেক্রেটারি সাংবাদিক আবুল বাশারসহ চট্টগ্রাম উত্তর জেলা মিডিয়া ও সাংবাদিক বিভাগ।

নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে তরুণ ও সাহসী সাংবাদিক নেতা এস এম মাসুদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট