
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিনটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, চকবাজার থানার বর্তমান ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করে পাঠানো হয়েছে চান্দগাঁও থানায়। বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে পদায়ন করা হয়েছে চকবাজার থানায়। এ ছাড়াও চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বদলি করে পাঠানো হয়েছে বন্দর থানায়।
যদিও এই রদবদলকে সিএমপির পক্ষ থেকে নিয়মিত রদবদল বলা হলেও গত ২৫ জুলাই এই অনলাইন গণমাধ্যমে চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে নিয়ে ‘ চট্টগ্রামে অবৈধ ৪০ লাখ টাকার কাঠ চালানের রফাদফা ৫ লাখে ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। পরে এই ঘটনায় এএসআই আবু জাফর বেপারীকে ২৭ জুলাই চান্দগাঁও থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
পূর্বকোণ/আরআর