চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ঘুষ-দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

ঘুষ-দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান

খাগড়াছড়ি সংবাদদাতা

৩০ জুলাই, ২০২৫ | ৮:০৭ অপরাহ্ণ

দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

 

বুধবার (৩০ জুলাই) সকালে খাগড়াছড়ি সার্কিট হাউসে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে তদন্তে উপস্থিত থাকার জন্য পত্র দেওয়া হলেও জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সেখানে দেখা যায়নি।

 

পার্বত্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ১৪ জুলাই জিরুনা ত্রিপুরাকে পরিষদের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জন সদস্যের অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষক বদলি বাণিজ্য, স্বজনপ্রীতি, বিভাগীয় কর্মকর্তাদের অবমূল্যায়ন, ঠিকাদারি বিল আটকে ঘুষ গ্রহণসহ নানা দুর্নীতির অভিযোগ ওঠেছে।

 

এই অভিযোগ তদন্তে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চেয়ারম্যানকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়।

 

জানা গেছে, ২০২৪ সালের ৭ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি স্কুল শিক্ষিকা জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

 

পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট