চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার
মহেশখালীর হোয়ানকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি।

মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

মহেশখালী সংবাদদাতা

৩০ জুলাই, ২০২৫ | ৭:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলায় যৌথ অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড তাজা গুলি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

 

বুধবার (৩০ জুলাই) ভোরে হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

 

কোস্ট গার্ডের মহেশখালী স্টেশন ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলাকালে সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

অভিযানে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের ব্যবস্থা চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

 

সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

স্থানীয় বাসিন্দারা বলছেন, পাহাড়ঘেরা এই দ্বীপে দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা সক্রিয়। স্থলের পাশাপাশি পাহাড়ের অভ্যন্তরে সন্ত্রাসীদের ডেরা এবং অস্ত্র তৈরির অস্থায়ী কারখানা রয়েছে বলে ধারণা করা হয়। তারা যৌথ বাহিনীর নিয়মিত চিরুনি অভিযান দাবি করেছেন।

 

এ বিষয়ে হোয়ানক এলাকার বাসিন্দারা বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের মূল আস্তানা থেকে অস্ত্রের যোগান আসে। সেখানে অভিযান না চালালে সন্ত্রাস নির্মূল সম্ভব নয়। স্থানীয় বিশিষ্টজনেরাও পাহাড়ে কঠোর অভিযান চালানোর পক্ষে মত দিয়েছেন।

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট