চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সাতকানিয়ায় পুত্রের ছুরিকাঘাতে বাবা খুন
প্রতীকী ছবি

ফটিকছড়িতে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

ফটিকছড়ি সংবাদদাতা

৩০ জুলাই, ২০২৫ | ৪:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটকছড়ি উপজেলার নারায়ণহাট থেকে আবু তাহের প্রকাশ বোচামিয়া (৬০) নামে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সুন্দরশাহ মাজারের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

বোচামিয়া (৬০) নারাণহাট ইউনিয়নের হাপানিয়া গ্রামের বত্তারখীল এলাকার হাচি মিয়ার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল হালিম। তিনি জানান, গত ১৮-২০ দিন আগে বোচামিয়া নামে ওই বৃদ্ধ নিখোঁজ হন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

 

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।  বিস্তারিত পরে জানানো হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট