
কক্সবাজারের চকরিয়ায় ইয়াবা সেবনের সময় ১০ যুবককে হাতেনাতে ধরে সাজা দিল ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুকপুকুরিয়া পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ ছিলেন স্থানীয় বাসিন্দারা।
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঘটনাস্থলেই আটকদের দণ্ড দেওয়া হয়। এর মধ্যে মো. সেলিম (৪৫) নামের একজনকে তিন মাসের কারাদণ্ড এবং বাকি ৯ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারায় ১৫ দিন করে সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- মো. রুবেল (২১), মো. রাজিব (২৩), মো. সাকিব (২১), নেজাম উদ্দীন (৩২), মো. বাদশা (৩২), মো. আকাশ (২৫), জসীম উদ্দীন (৪২), কামাল উদ্দীন (৬০) এবং মো. বাবুল (২১)।
আটকদের চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব জানিয়েছেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করে চকরিয়া থানা পুলিশের একটি দল।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ