
আনোয়ারা উপজেলার রায়পুর গাউছিয়া হাশেমিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মুহাম্মদ ফয়সাল মিয়া। গত রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই প্রজ্ঞাপনে কমিটির সদস্য সচিব হিসেবে মাদ্রাসার সুপার/ভারপ্রাপ্ত সুপার, অভিভাবক সদস্য হিসেবে মুহাম্মদ হাছান ও সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো. আব্দুচ ছাত্তার আনছারীকে মনোনয়ন দেয়া হয়।
মুহাম্মদ ফয়সাল মিয়া জানান, সভাপতির দায়িত্ব পেয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাদ্রাসার সার্বিক উন্নয়ন, একাডেমিক মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক জ্ঞানচর্চা নিশ্চিত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এটি একটি বড় আমানত। শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সহযোগিতায় মাদ্রাসাকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাব।
পূর্বকোণ/আরআর/পারভেজ