চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে হত্যাসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যাসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৫ | ১:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর শীর্ষ সন্ত্রাসী ডাবলমুরিং থানার হত্যা মামলাসহ ১৪টি মামলার পলাতক আসামি মো. সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার সুমন হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনি এলাকার মো. মজিবুল হকের ছেলে।

 

সোমবার (২৮ জুলাই) দুপুর আড়াইটায় হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদে ভিত্তিতে গতকাল দুপুর আড়াইটায় হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে নগরীর শীর্ষ সন্ত্রাসী মো. সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর ডাবলমুরিং ও হাটহাজারী থানায় নাশকতা, চুরি এবং হত্যা সংক্রান্তে ১৪টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডাবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট