চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে ৫ লাখ টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারী

টেকনাফে ৫ লাখ টাকার ইয়াবা ফেলে পালাল পাচারকারী

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৫ | ১১:৫৬ পূর্বাহ্ণ

টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

 

সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টায় পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা জব্দ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা শাকিব মেহবুব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে কেরুনতলী এলাকার অভিযান চালানো হয়। এসময় কোসট গার্ডের উপস্থিতি টের পেয়ে একব্যক্তি একটি প্যাকেট ছুড়ে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ওই প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট