চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেপ্তার
গ্রেপ্তার ডাকাত দলের চার সদস্য

কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেপ্তার

কর্ণফুলী সংবাদদাতা

২৮ জুলাই, ২০২৫ | ৯:২১ অপরাহ্ণ

কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নতুন ব্রিজ শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউপির ২ নং ওয়ার্ড গোদার পাড়া এলাকার মৃত মোজাহের আহাম্মেদের পুত্র আজিজুর রহমান(১৯)। একই ইউনিয়নের ১ নং ওয়ার্ড বকতিয়ার পাড়া বসির হাজীর বাড়ির জাগির আহমেদের পুত্র আকিব হাছান প্রকাশ রাকিব (১৯) ও মো. ওয়াসিমের পুত্র মো. মহিন (১৮)। একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পূর্ববিল বকুল হাজীর মসজিদের পাশে পেশকার বাড়ির মৃত সামছুল আলমের পুত্র মো. লিয়াকত আলী (২৬)। এ সময় তাদের কাছ  থেকে ধারালো ছুরিসহ ডাকাতির কাজে ব্যবহৃত  বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজ শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয় ।

 

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ শরীফ বলেন, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার চার ডাকাতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।  সোমবার গ্রেপ্তার চার ডাকাতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/নয়ন/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট