
ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতি পণ্ডিত বাড়ির দুলাল ড্রাইভারের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুলাল ড্রাইভার জানান, তিন দিন আগে তারা পারিবারিকভাবে এক আত্মীয়ের বিয়েতে বেড়াতে যান।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ঘরে ফিরে দেখেন, ঘরের সব কিছু লণ্ডভণ্ড। চোরের দল চালের টিন কেটে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ