
কক্সবাজারের উখিয়ায় প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর অভিনব কায়দায় লুকানো ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০ টায় উখিয়া থানাধীন ৪ নং রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে, মাদক পাচারের কাজে ব্যবহৃত ওই ওয়াইন রেড কালারের প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জব্দকৃত প্রাইভেট কারটি মূলত তেল দ্বারা পরিচালিত হয়। মাদক কারবারীরা আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে গাড়ির পিছনের সিটে একটি অতিরিক্ত গ্যাসের সিলিন্ডার কেটে তার ভেতরে ইয়াবা লুকিয়ে রেখেছিল। এটি মাদক পাচারের একটি নতুন এবং অভিনব কৌশল বলে পুলিশ উল্লেখ করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: উখিয়ার মামুনুর রশিদ (২৪), এবং কক্সবাজার সদরের পশ্চিম চৌধুরী পাড়ার নুরুল ইসলাম (২৬) ও মো. কবির (২৩)।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ ধারায় মামলা (মামলা নং-৫৬, তারিখ-২৮/০৭/২০২৫খ্রি.) রুজু করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং মিডিয়া ফোকাল পয়েন্ট, মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম, এই তথ্য নিশ্চিত করেছেন। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
পূর্বকোণ/এরফান/আরআর