
চট্টগ্রাম বন্দর, বেসরকারি অফডক ও সারা দেশের সাথে কনটেইনার পরিবহনকারী প্রাইমমুভার ট্রেইলার কাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা বন্ধ রাখা হবে।
মূলত চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠিতব্য কার্যকরী পরিষদ নির্বাচন উপলক্ষে ওই সকল যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপ-পরিষদ-২০২৫ এর চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান জাহিদ স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ইতোমধ্যে তারা সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবহিত করেন।
উল্লেখ্য, আগামীকাল সোমবার (২৮ জুলাই) চট্টগ্রাম বন্দর থানাধীন ‘চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে’ গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রমিকদের ভোটদানের সুবিধার্থে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর, বিভিন্ন ডিপো ও বিভিন্ন জেলায় প্রাইমমুভার ট্রেইলার চলাচল বন্ধ থাকবে।
প্রাইমমুভার ট্রেইলার চলাচল বন্ধের কারণে পণ্য পরিবহনে সাময়িক অসুবিধার জন্য নির্বাচন উপ-পরিষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ