চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে মাদক সেবনের অভিযোগে দুইজনকে এক মাসের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসেবনের দায়ে আটক দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়

সীতাকুণ্ডে মাদক সেবনের অভিযোগে দুইজনকে এক মাসের কারাদণ্ড

সীতাকুণ্ড সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৫ | ১০:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে দুইজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ভাটিয়ারী, সোনাইছড়ি এবং সীতাকুণ্ড পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল উদ্দিন (৩২) ও মো. সোহেল (২২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম জানান, অভিযানের সময় তাদের নেশাগ্রস্ত অবস্থায় উচ্ছৃঙ্খলতা করতে দেখা যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট