
খাগড়াছড়িতে অস্ত্র আইনের মামলায় খজেন্দ্র ত্রিপুরা (৪৫) নামের একজনকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (২৭ জুলাই) দুপুরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় দেন।
২০২১ সালের ৬ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ খজেন্দ্রকে মাটিরাঙা পৌরসভার সামনে থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আটক করে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়।
মামলার কার্যক্রম চলাকালে জামিনে মুক্তি পেয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, আদালত অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯(এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
আসামি খজেন্দ্র ত্রিপুরা মাটিরাঙা উপজেলার তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা।
পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ