চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেসের কাপলিং ভেঙে বগি বিচ্ছিন্ন
গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের বাহির সিগনাল এলাকায় ট্রেনের শেষ বগিটি কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেসের কাপলিং ভেঙে বগি বিচ্ছিন্ন

 বোয়ালখালী সংবাদদাতা

২৬ জুলাই, ২০২৫ | ৬:৩৫ অপরাহ্ণ

বোয়ালখালীতে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

শনিবার (২৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের বাহির সিগনাল এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল হক জানান, বিকেল ৩টা ৮ মিনিটের সময় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করে। তবে বাহির সিগনাল এলাকায় ট্রেনের শেষ বগিটি কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়।

 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ১০০ থেকে ১৫০ গজ দূরত্বে গিয়ে মূল ট্রেনটি থামে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিতে থাকা লোকজন নিয়ে ৩টা ৪৫ মিনিটের সময় ট্রেনটি ঢাকা উদ্দেশ্য ছেড়ে গেছে। তবে বিচ্ছিন্ন বগিটি রেল লাইনে রয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

 

জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে আসে।

 

এদিকে বিকেল ৩টা ১০ মিনিটে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসার কথা রয়েছে। এছাড়াও দোহাজারীগামী ফার্নেস অয়েলবাহী ওয়াগন ট্রেনও আসার কথা রয়েছে।

 

রেললাইন থেকে বগিটি সরিয়ে নিতে উদ্ধারকারী ট্রেন আনা হচ্ছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

 

পূর্বকোণ/পূজন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট