
চট্টগ্রামের বান্দরবানে জুলাই পুনজার্গরণে সমাজ গঠনে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই সেবা মেলা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। অরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক মিল্টন মুহুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুপন চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা থেকে ভাচুর্য়ালী যুক্ত হয়ে জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই শহীদদের জন্য এক মিনিট নীরবতা পালন ও লাখো কণ্ঠে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সেবা মেলা অনুষ্ঠিত হয়।
পূর্বকোণ/ইবনুর