
চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণ কাজের পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রি জহির উদ্দিনকে হত্যার মামলায় প্রধান আসামি শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) ভোরে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই সকালে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকায় নির্মাণ কাজের পাওনা টাকা চাইতে গেলে রাজমিস্ত্রি জহির উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। পরে ১৬ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পূর্বকোণ/জেইউ/পারভেজ