চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

যুবককে আটকে রেখে মুক্তিপণ আদায়ে রাতভর মারধর, গ্রেপ্তার ৩
প্রতীকী ছবি

সীতাকুণ্ডে গৃহবধূকে পুড়িয়ে হত্যা পলাতক স্বামী গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

২৫ জুলাই, ২০২৫ | ৮:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বগাচতর এলাকায় এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে তার পলাতক স্বামী মোছলেম উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার শেষে আজ শুক্রবার (২৫ জুলাই) সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল শনিবার (২৬ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

গ্রেপ্তার মোছলেম উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মধ্যম বগাচতর গ্রামের নুর মোস্তফার ছেলে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১২ বছর আগে সীতাকুণ্ডের বগাচতরের বাসিন্দা মোছলেম উদ্দিনের সাথে বিয়ে হয় মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার ফাতেমা আক্তারের (২৬)। বিয়ের পর থেকে মতানৈক্য হলেই স্ত্রীর উপর অত্যাচার করতেন। অত্যাচার করতেন তার শাশুড়ি ও ননদও। গত ১৪ জুন মোছলেম ও তার পরিবারের লোকজন ফাতেমার বাপের বাড়ি থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা কেনার টাকা আনার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে ঝগড়ার জেরে তার স্বামী ও পরিবারের লোকজন ফাতেমার উপর নির্যাতন শুরু করে। একপর্যায়ে ফাতেমাকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান প্রতিবেশিরা। পরে ৫৫ শতাংশ দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার মৃত্যু হয়। নিহতের বাবা মো. নুরুল আফচার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ভিকটিমের স্বামীসহ দুইজনকে আসামি করে একটি মামলা (নম্বর ২১) দায়ের করেন।

 

অন্যদিকে ঘটনার পর নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলে বিষয়টি র‌্যাব-৭ এর দৃষ্টিগোচর হয়। এরপর থেকে র‌্যাব-৭ আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছিলো। বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় মোছলেম উদ্দিনের অবস্থান নিশ্চিত হয়ে গভীর রাতে র‌্যাব-৭ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। শেষে আইনগত প্রক্রিয়ার পর শুক্রবার বিকালে আসামি মোছলেমকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করে র‌্যাব।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, শুক্রবার বিকেলে র‌্যাব-৭ আসামি মোছলেমকে থানায় হস্তান্তর করেছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট