
সাবেক ক্ষমতাসীন দলের ছত্র-ছায়ায় থাকা শীর্ষ সন্ত্রাসী, কুখ্যাত ডাকাত ও হত্যাসহ ৯টি মামলার পলাতক আসামি মো. আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালামকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি হলেন- রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালাম (৩৫)। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার বন্দুক, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত আনোয়ারুল ইসলামের কর্মকাণ্ড ও অত্যাচারে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ এলাকাবাসী। তার অত্যাচার থেকে রেহাই পেতে এলাকাবাসীর পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার কাছে বারবার অভিযোগও করা হয়। পরে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, হত্যা চেষ্টা, অবৈধভাবে বন দখলসহ ৯টি মামলা রয়েছে।
পূর্বকোণ/এএইচ