চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

রাউজানে হাইড্রোলিক হর্ন, শব্দ ও পলিথিন দূষণে মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, রাউজান

২৪ জুলাই, ২০২৫ | ৮:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে হাইড্রোলিক হর্ন ব্যবহার, শব্দ ও পলিথিন দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।

জানা গেছে, পরিবেশ দূষণের অভিযোগে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী চারটি যানবাহনের বিরুদ্ধে চারটি পৃথক মামলায় মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া নোয়াপাড়া ২ নম্বর ওয়ার্ডে বসতবাড়ি এলাকায় স্টিল কারখানা স্থাপন করে অতিরিক্ত শব্দদূষণ করায় মো. ইয়াছিন নামের এক ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে পলিথিন ব্যবহারের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার দোকান থেকে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিন রিসাইকেল করার জন্য পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দীনের জিম্মায় রাখা হয়েছে।

অভিযানে সহকারী কমিশনারের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার আশরাফ উদ্দীন উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/জাহেদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট