চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

নিজ ঘরে নৃশংস খুন, স্ত্রীর অভিযোগ- সীমানা বিরোধই কাল হল
ফাইল ছবি

চকরিয়ায় অস্ত্রের মুখে সেনা সদস্য ও তার স্ত্রীকে মারধর করে ছিনতাই

চকরিয়া সংবাদদাতা

২৩ জুলাই, ২০২৫ | ১০:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের মগছড়াজুম এলাকার শ্বশুরবাড়িতে যাওয়ার পথে সড়কে ব্যারিকেট দিয়ে অস্ত্রের মুখে সেনা সদস্য ও তার স্ত্রীকে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

 

বুধবার (২৩ জুলাই) ছিনতাইয়ের শিকার সেনাসদস্য বাদী হয়ে এক জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ২-৩ জনকে অভিযুক্ত করে চকরিয়া থানায় মামলা করলে ঘটনা জানাজানি হয়।

 

আহত রমজান আলী (২৬) ডুলাহাজারা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের চা-বাগান এলাকার মৃত আব্দু সাত্তারের ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সেনাসদস্য হিসাবে কর্মরত রয়েছেন।

 

আহত সেনা সদস্য রমজান আলী জানান, আমি ও আমার স্ত্রী কানিজ ফাতেমা শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্য অটোরিকশা দিয়ে রওনা হই। যাওয়ার পথে ঘটনাস্থল মগছড়াজুম জামে মসজিদের পাশে পৌঁছলে হঠাৎ টমটম যোগে এসে চিহ্নিত সস্ত্রাসী জনিসহ আরো ৪-৫ জন ছিনতাইকারী আমাদের গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই আমাকে শক্ত কাঠ আর ছুরি দিয়ে আঘাতসহ লাথি, ঘুষি মেরে রক্তাক্ত জখম করে মাঠিতে ফেলে দেয়। এ সময় আমি মাটিতে লুটিয়ে পড়লে আমার স্ত্রীর গলার স্বর্ণের চেইন, লেডিস ব্যাগ আর আমার মানি ব্যাগ নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।

 

স্থানীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন,সেনা সদস্য রমজান ও তার স্ত্রীকে মারধর আর ছিনতাইয়ের ঘটনা শুনেছি, খুবই দুঃখজনক। তাই তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সেনাসদস্যসহ তার স্ত্রী ছিনতাইয়ের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে বুধবার সন্ধ্যায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট