চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ওমানে অসুস্থ হয়ে প্রবাসী ইলিয়াসের মৃত্যু
মোহাম্মদ ইলিয়াস (৪২)

ওমানে অসুস্থ হয়ে প্রবাসী ইলিয়াসের মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

২৩ জুলাই, ২০২৫ | ৯:০৫ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অসুস্থ হয়ে মোহাম্মদ ইলিয়াস (৪২) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ খবর ইলিয়াসের গ্রামের বাড়ি বোয়ালখালীতে পৌঁছালে পরিবার পরিজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

 

বুধবার (২৩ জুলাই) স্থানীয় সময় ভোর ৫টার দিকে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্ট্রোক হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

মৃত মো. ইলিয়াস বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল মুয়াজ্জিমপাড়ার মো. ইদ্রিস সওদাগরের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

 

চাচা সৈয়দ কামাল জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মো. ইলিয়াসকে ওমানের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বুধবার তাকে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, ওমান প্রবাসী ইলিয়াস চার বছর ধরে নিজের ব্যবসা পরিচালনা করছিলেন। তার মামা বর্তমানে ওমানেই অবস্থান করছেন এবং মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছেন।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট