চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

শহীদ হৃদয় তরুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চবিতে স্মরণসভা

শহীদ হৃদয় তরুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চবিতে স্মরণসভা

চবি সংবাদদাতা

২৩ জুলাই, ২০২৫ | ৯:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের ২০২০-২১ সেশনের মেধাবী শিক্ষার্থী শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আবেগঘন স্মরণসভার আয়োজন করা হয়েছে।

 

বুধবার (২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে পটুয়াখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই স্মরণসভার আয়োজন করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ও ইতিহাস বিভাগের শিক্ষক নুরুল হামিদ কানন, ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং পটুয়াখালী স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্যরা।

 

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, হৃদয় ছিল চেতনার প্রতিচ্ছবি। আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাঠানো ভিডিও দেখে আমি ব্যথিত হয়েছিলাম। হৃদয় শুধু নিজের জন্য নয়, পুরো ছাত্রসমাজের অধিকারের জন্য লড়াই করেছে। সে আমাদের জন্য অনুপ্রেরণা।

 

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতার কারণে আমরা শিক্ষার্থীদের জন্য অনেক কিছু করতে পারি না, যা কষ্টদায়ক। হৃদয়ের মতো মেধাবী শিক্ষার্থীর জীবনাবসান আমাদের ব্যথিত করে। সে হলে ডাল-ভাত খেয়ে জীবন কাটাত—এই বাস্তবতা আমাকে চোখের জল ফেলতে বাধ্য করেছে।

 

তিনি আরও বলেন, যদি কেউ ‘জুলাই বিপ্লব’-এর বিরোধিতা করে, এমনকি সরকারও যদি বাধা দেয়, আমরা আরেকটি বিপ্লবের ডাক দিব। আমি নিজেই সেই বিপ্লব ধারণ করব।

 

স্মরণসভার সভাপতি সাকিব মাহমুদ রুমী সমাপনী বক্তব্যে বলেন, হৃদয় ছিল স্বপ্নময় এক মানুষ, যে পরিবারের দুঃখ ঘোচাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। দেশের জন্য, আমাদের অধিকারের জন্য সে নিজের দামি জীবন উৎসর্গ করেছে। এখন আমাদের দায়িত্ব সেই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করা।

 

উল্লেখ্য, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া গত বছরের ১৮ জুলাই বহদ্দারহাটে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের খুনি বাহিনীর গুলিতে আহত হন। ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট