
কক্সবাজারের চকরিয়ায় একটি ভাড়াবাসা থেকে ফারসা মুবিন (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূ ফারসা মুবিন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোয়াখালী এলাকার মোহাম্মদ হোসেনের কন্যা।
বুধবার (২৩ জুলাই) সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচর মাতামুহুরি ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন বছর পূর্বে পেকুয়ায় মগনামা ইউনিয়নের কাঠমিস্ত্রী নাজেম উদ্দিনের সঙ্গে প্রেমের পর বিয়ে হয়। তাদের ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তানও রয়েছে। তারা চকরিয়া পৌরসভার মৌলভীরচর মাতামুহুরি ব্রিজের পশ্চিম পাশে এলাকায় দীর্ঘদিন যাবত ভাড়া বাসায় থাকতেন। কিন্তু গতকাল ফারসা মুবিনের বড় ভাই বিদেশ থেকে আসার খবর পেয়ে বাবার বাড়ি যান তিনি। রাতেই তিনি চকরিয়ার ওই ভাড়া বাসায় ফিরেন। মধ্যেরাতে তিনি গলায় ফাঁস দেন। তবে এ ঘটনাকে অনেকে রহস্যজনক মৃত্যুও বলে মন্তব্য করছেন।
বাসার প্রতিবেশি নুরুল আলম জানান, মঙ্গলবার সকালে নাজেমের স্ত্রী বাবার বাড়ি যান ও সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফিরে আসে। সকালে শোরচিৎকার শুরু হলে জানতে পারি তার মৃত্যুর ঘটনাটি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, ভাড়া বাসায় প্রায় প্রতিদিনই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এমনকি হাতাহাতিও হয়েছে কয়েকবার। তাই আত্মহত্যার পেছনে কোন রহস্য থাকতে পারে বলে ধারণা তাদের।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মোলভীরচর এলাকা থেকে ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সাথে অভিমান করে এ গৃহবধূ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যু কিভাবে হয়েছে জানা যাবে।
পূর্বকোণ/পিআর