চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে নকল প্রসাধনী-শিশু খাদ্য বিক্রি, ১১ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নকল প্রসাধনী-শিশু খাদ্য বিক্রি, চট্টগ্রামে ১১ প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৫ | ১২:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজার এলাকায় অবৈধ নকল প্রসাধনী ও শিশু খাদ্য মজুদ ও বিক্রির দায়ে ১১টি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকার জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অভিযানে ২১৮ লিটার নকল সয়াসস, নকল লাক্স সাবান ৫১১টি এবং বিভিন্ন প্রকার মেয়াদোত্তীর্ণ কসমেটিকস মালামাল জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রিয়াজউদ্দীন বাজারে অবৈধ নকল প্রসাধনী ও শিশু খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিকসসামগ্রী মজুদ ও বিক্রয়ের জন্য ১১ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে ২১৮ লিটার নকল সয়াসস, নকল লাক্স সাবান ৫১১টি এবং বিভিন্ন প্রকার মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা। পরে জব্দকৃত মালামাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। র‌্যাব-৭ ও র‌্যাব সদর দপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট